ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খেলাপি ঋণে জর্জরিত: অবসায়নের তালিকায় ৯ আর্থিক প্রতিষ্ঠান

২০২৫ ডিসেম্বর ০১ ১৭:১৪:২৫

খেলাপি ঋণে জর্জরিত: অবসায়নের তালিকায় ৯ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম, লুটপাট ও চরম অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের (লিকুইডেট) অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো বন্ধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

অবসায়নের তালিকায় থাকা ৯টি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫ এবং ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থতা, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি—এই তিন প্রধান কারণে প্রতিষ্ঠানগুলোকে ‘অব্যবহারযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এসব প্রতিষ্ঠান বন্ধে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। অবসায়ন প্রক্রিয়ায় ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ঋণের প্রায় পুরোটাই খেলাপি। উদাহরণস্বরূপ, এফএএস ফাইন্যান্সের ৯৯.৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ শতাংশ এবং বিআইএফসি-র ৯৭.৩০ শতাংশ ঋণই খেলাপি। ইন্টারন্যাশনাল লিজিংয়ের খেলাপি ঋণ প্রায় ৪ হাজার কোটি টাকা।

এর আগে গত মে মাসে এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় এবং আর্থিক অবস্থার উন্নতি না হওয়ায় চূড়ান্তভাবে অবসায়নের পথে হাঁটল নিয়ন্ত্রণ সংস্থা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত