ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
বই প্রকাশের আগে পান্ডুলিপি সংক্রান্ত সংবাদের বিষয়ে যা বলছে ডিএমপি
ডুয়া ডেস্ক : বইমেলা উপলক্ষে প্রকাশিত বইয়ের পান্ডুলিপি যাচাই সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই বক্তব্য গণমাধ্যমে পাঠান।
বক্তব্যে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বই যাচাই-বাছাই সংক্রান্ত প্রশ্ন করেন। এর উত্তরে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী বা উস্কানিমূলক বই প্রকাশের বিষয়ে বাংলা একাডেমিকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তবে, ডিএমপি স্পষ্টভাবে জানায় যে, বই প্রকাশের আগে পুলিশের অনুমোদন বা যাচাই-বাছাই করার কোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়া নেই।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সৃজনশীল লেখনির চর্চাকে উৎসাহিত করা হয়। মুক্ত চিন্তা ও বিকাশের পরিবেশকে সমর্থন জানিয়ে, বিষয়টি নিয়ে অহেতুক ভুল ব্যাখ্যা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা