ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
শিক্ষাঙ্গনে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনোই ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সাহিত্য পরিষদ আয়োজিত এই সংলাপে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব। তাই পরীক্ষায় শিক্ষার্থীদের প্রকৃত নম্বর প্রদানের নীতিই অব্যাহত থাকবে। নম্বর বাড়ানোর সংস্কৃতি আর ফিরবে না।’
শিক্ষাঙ্গনে রাজনীতির কুপ্রভাব নিয়ে তিনি বলেন, ‘শিক্ষাকেন্দ্রগুলোতে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না। যারা রাজনীতি করতে চান তারা রাজনীতিতেই যুক্ত হোন, কিন্তু শ্রেণিকক্ষকে অবশ্যই রাজনীতিমুক্ত ও নিরপেক্ষ রাখতে হবে। শিক্ষক রাজনীতির কারণে কীভাবে উচ্চপর্যায়ের প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, তা আমাদের চোখের সামনেই আছে।’
শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতার সংকট প্রসঙ্গে ড. সি আর আবরার বলেন, ‘অতীতের স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার কারণে গুরুতর অসুস্থ শিক্ষকরাও বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ পাননি। আমাদের হাতে টাকা থাকলে দিতে সমস্যা ছিল না। কিন্তু যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেই ব্যাংকে টাকা নেই। বর্তমান সরকার ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থার মতো ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারপরও আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই বকেয়া নিষ্পত্তির চেষ্টা করছি।’
শিক্ষকদের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের নৈতিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন শিক্ষকদের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘লেজুড়বৃত্তিতে লাভ আছে, তবে তাতে সত্যিকারের শিক্ষক হওয়া যায় না। যারা সরকারকে চুষে খেতে পারে, দুদক তাদেরই দেখে।’
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাউশির মহাপরিচালক অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান, মাউশি ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত