ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

ডিসেম্বরের শুরুতেই আসছে ‘হেমন্ত মেলা" ২০২৫

২০২৫ নভেম্বর ২৮ ২০:১৯:১৩


ডিসেম্বরের শুরুতেই আসছে ‘হেমন্ত মেলা" ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যোক্তা উৎসব হেমন্ত মেলা ২০২৫। আয়োজনটি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে উল্লেখযোগ্য সাড়া। তিন দিনব্যাপী এই উদ্যোক্তা প্রদর্শনীটির পুরো ব্যবস্থাপনায় রয়েছেবি এইচ বিজনেস ক্লাব, যে প্লাটফর্মটি ২০২২ সাল থেকে ঈদ কিংবা বিশেষ দিবস উপলক্ষে নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজন করে আসছে। এবারের হেমন্ত মেলাও সেই ধারাবাহিকতারই অংশ।

৭, ৮ এবং ৯ ডিসেম্বর বনশ্রী ব্লু অলিভ রেস্টুরেন্টে আয়োজিত এই উৎসবে অংশ নেবেন ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস, হোম ডেকর, কিডস কালেকশনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা। সাধারণত বড় বড় সুপার শপ থেকে কেনার সামর্থ্য সাধারণ মানুষের হয় না সে ক্ষেত্রে স্থানীয় ব্র্যান্ডগুলো হতে পারে তার বিকল্প। সাধ্যের মধ্যে যেন মানুষ পোশাক গৃহ সামগ্রী কিংবা সাজসজ্জা ইত্যাদি পণ্য কিনতে পারে সেক্ষেত্রে স্থানীয় ব্র্যান্ডগুলোর

প্রতি ভোক্তা আগ্রহ যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তাদের জন্য সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার এই ধরনের প্ল্যাটফর্মও দিন দিন গুরুত্ব পাচ্ছে।

বি এইচ বিজনেস ক্লাবের,প্রতিষ্ঠাতা ও আয়োজক জান্নাতুল ফেরদৌস জান্নাত এ বিষয়ে জানান, মেলাটিতে উদ্যোক্তারা নতুন পণ্য প্রদর্শন, ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবং ভোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ শপিং অফার, বাচ্চাদের কর্নার এবং সম্পূর্ণ বিনামূল্যে মেহেদি দেয়ার সুযোগ, যা উৎসবে অতিরিক্ত উৎসাহ যোগ করবে।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রধান অতিথি থাকবেন জনপ্রিয় রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনসারী। এছাড়া উপস্থিত থাকবেন আরও প্রতিষ্ঠিত উদ্যোক্তা, ব্র্যান্ড প্রোমোটার ও পরিচিত মডেলরা। আয়োজকদের প্রত্যাশা, তাদের উপস্থিতি তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং মেলাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

জান্নাতুল ফেরদৌস জান্নাত আরও বলেন, “একজন মানুষ কীভাবে নিজের অবস্থান তৈরি করে সমাজে অবদান রাখতে পারে আমরা চাই সেই বৃহৎ দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে। বি এইচ বিজনেস ক্লাব মূলত তরুণদের এমন একটি আশ্রয় যেখানে তারা শুধু পণ্য নয়, স্বপ্নও বিকাশ করতে শেখে। ভবিষ্যতে এই ক্লাব কেবল বনশ্রী নয়, বরং দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের অন্যতম ভিত্তি হয়ে উঠবে এটাই আমাদের লক্ষ্য।”বনশ্রী এলাকায় ইতোমধ্যেই মেলাকে কেন্দ্র করে এক ধরনের উৎসবমুখরতা দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অনলাইন ব্যবহারকারীরা শীতের এই উদ্যোক্তা উৎসবকে বছরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হিসেবে দেখছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত