ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

আবুল সরকারের বিরুদ্ধে বিচারের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশ

২০২৫ নভেম্বর ২৮ ১৫:১৪:২০

আবুল সরকারের বিরুদ্ধে বিচারের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পীআবুল সরকারআল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন এ অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেহেফাজতে ইসলাম। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতাফজলুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতাশফিউল ইসলামএবংমজিবুর রহমান। বক্তারা অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে আল্লাহ, রাসুল (সা.) এবং ইসলাম সম্পর্কে কটূক্তি হলেও প্রশাসন অনেক ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয় না, যা ধর্মপ্রাণ মানুষকে ব্যথিত করে।

নেতারা বলেন, বাংলাদেশ মুসলিম-প্রধান দেশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা দাবি জানান, আবুল সরকারের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং এ ঘটনায় দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশ থেকে দ্রুত তদন্ত ও বিচারিক ব্যবস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার দাবি জানানো হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত