ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুটবল ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা

২০২৫ নভেম্বর ২৭ ১২:৫২:৪৫

ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুটবল ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা

সরকার ফারাবী: ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিবিড় প্রস্তুতি চালাচ্ছে ব্রাজিল জাতীয় দল। তবে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দলের প্রস্তুতিতে খানিকটা অস্থিরতা তৈরি হয়েছে। ঘরের মাঠে তিউনিশিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত ড্র দলটির সমর্থক থেকে শুরু করে কোচিং স্টাফ সবার মনেই প্রশ্ন জাগিয়েছে, বিশ্বকাপের আগে সেলেসাওদের ফিনিশিং ও সমন্বয় কতটা ঠিকঠাক আছে।

তিউনিশিয়ার বিপক্ষে ড্র: প্রস্তুতিতে ধাক্কা

ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল দারুণ ভাবে বল দখলে আধিপত্য দেখালেও কার্যকরী আক্রমণ গঠনে ব্যর্থ হয়। ৭৩ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেওয়ার পরও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি। বিপরীতে তিউনিশিয়া ৭টি শটের মধ্যে দুটি টার্গেটে নেয়।

৩৩তম মিনিটে হাজেম মাস্তুরির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে এস্তাবাও উইলিয়ানের নেওয়া পেনাল্টি থেকে সমতা ফেরায় দলটি। প্রথমার্ধে গোল শোধের পরও বাকি সময়ে লুকাস পাকেতার পেনাল্টি মিসসহ অনেক সুযোগ নষ্ট করে সেলেসাওরা। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হয়, যা বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে একটি অস্বস্তিকর ফল।

আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের পরবর্তী সময়সূচি

চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই ব্রাজিলের। তবে আগামী মার্চে তারা আবারও মাঠে নামছে। বিশ্বকাপের আগমুহূর্তে নিজেদের আরও শক্তিশালী করে তুলতেই তিনটি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

মার্চ ২০২৬-এর দুই নির্ধারিত ম্যাচ

ব্রাজিল বনাম ফ্রান্স

তারিখ: ২৮ মার্চ ২০২৬

সময়: এখনো নির্ধারিত হয়নি (Loading)

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

তারিখ: ৩১ মার্চ ২০২৬

সময়: এখনো নির্ধারিত হয়নি (Loading)

মার্চ মাসের এসব ম্যাচের পর আগামী জুনে নরওয়ের বিপক্ষেও আরেকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

ট্যাগ: ফিফা বিশ্বকাপ ২০২৬ Brazil National Team ব্রাজিল ফুটবল ব্রাজিল জাতীয় দল brazil football আন্তর্জাতিক প্রীতি ম্যাচ brazil vs Tunisia FIFA World Cup 2026 International Friendly Football Highlights Match Preview Brazil friendly match ব্রাজিল ফুটবল খবর World Cup Preparation Football Updates নেইমার আপডেট Neymar Update ফুটবল প্রীতি ম্যাচ ব্রাজিল বনাম ফ্রান্স ফ্রান্স ফুটবল দল Brazil vs France Brazil vs Croatia France national team Croatia national team Brazil match result ফুটবল বিশ্লেষণ football schedule football analysis Tunisia Football Lucas Paqueta সেলেসাও প্রস্তুতি football breaking news ব্রাজিল বনাম তিউনিশিয়া ব্রাজিল ম্যাচ ফলাফল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লুকাস পাকেতা এস্তাবাও উইলিয়ান বাংলাদেশে ফুটবল সংবাদ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ তিউনিশিয়ার ফুটবল ক্রোয়েশিয়া ফুটবল দল জুন ম্যাচ সূচি বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি ইউরোপে প্রীতি ম্যাচ ব্রাজিলের সময়সূচি ফুটবল ব্রেকিং নিউজ Selecao news Estavao Willian Brazil fixtures 2026 World Cup prep

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত