ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

অতিরিক্ত সচিব পরিচয়ে ভিআইপি সুবিধা নিতে গিয়ে আটক ১

২০২৫ নভেম্বর ২৬ ২৩:৪২:১৮

অতিরিক্ত সচিব পরিচয়ে ভিআইপি সুবিধা নিতে গিয়ে আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে সার্কিট হাউসে ভিআইপি সুবিধা নিতে গিয়ে ধরা পড়েছেন এক প্রতারক।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের বাসিন্দা।

সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে আব্দুস সালাম ফোনে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে ঢাকা থেকে যশোর আসার কথা জানান। তিনি থাকার জন্য কক্ষ বরাদ্দ এবং তাকে আনতে রেলওয়ে স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশ দেন। প্রটোকল অনুযায়ী সার্কিট হাউস থেকে গাড়ি পাঠানো হয় এবং তিনি তাতে চড়ে আসেন। তবে পরবর্তীতে তার আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষ খোঁজখবর নেওয়া শুরু করে।

যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তার ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন। জানা যায়, আব্দুস সালাম এর আগে নিজেকে রংপুরের ডিসি পরিচয় দিয়েও প্রতারণা করার চেষ্টা করেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ সার্কিট হাউসে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত