ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে: যুক্তরাষ্ট্র

২০২৫ নভেম্বর ২৫ ২০:৪৫:৪৭

ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে শান্তি স্থাপনের প্রস্তাবে রাজি হয়েছে, যদিও এখনও কিছু ছোটখাটো বিষয় সমাধান বাকি রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, চুক্তি চূড়ান্ত করতে এখনও “আরও অনেক কাজ” বাকি আছে।

মার্কিন কর্মকর্তার মতে, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে সম্মত হয়েছে। এখন কিছু ছোটখাটো বিষয় রয়েছে যা সমাধান করতে হবে। তবে মূলত তারা প্রস্তাবে রাজি হয়েছে।”

আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। বৈঠকের সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য সামনে আসে।

যদিও মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের রাজি হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, তারা সরাসরি চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরোভ এক্সে ব্লগে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির ওপর আমরা একটি সাধারণ বোঝাপড়া করেছি। পরবর্তী ধাপে আমরা আমাদের ইউরোপীয় সহযোগীদের সমর্থনের ওপর নির্ভর করব।”

রুস্তেম আরও জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করা হবে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত ধাপ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, যা বিভিন্ন মাধ্যমে বন্ধ করার চেষ্টা চলছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত