ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাচ্ছে ঋণ খেলাপিরা

২০২৫ নভেম্বর ২৪ ২০:৪৭:৩৯

বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাচ্ছে ঋণ খেলাপিরা

নিজস্ব প্রতিবেদক: ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং ব্যবসা খাতের আর্থিক কাঠামো পুনর্গঠনে নীতিগত সহায়তা আরও বিস্তৃত করেছে বাংলাদেশ ব্যাংক। একটি নতুন নির্দেশনায় জানানো হয়েছে, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণগ্রহীতাও এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সোমবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এই ছাড়ের মাধ্যমে মূলত খেলাপি ঋণগ্রহীতাদের জন্য বিদ্যমান সুবিধার পরিধি আরও বাড়ানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। এই পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখার সুযোগ থাকবে।

পাশাপাশি, অশ্রেণিকৃত মেয়াদি ঋণের ক্ষেত্রেও ছাড় বাড়ানো হয়েছে। আগের পুনঃতফসিলকৃত ঋণসহ এসব ঋণ বিআরপিডি সার্কুলার নং ১৬/২০২২-এ নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও দুই বছর বাড়িয়ে বিশেষ পুনর্গঠন করা যাবে।

এক্সিট সুবিধার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন শিথিলতা। আগের নির্দেশনা অনুযায়ী ডাউনপেমেন্ট নেওয়ার পাশাপাশি এই সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে। যদিও মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের নিয়ম বহাল থাকবে, তবে মোট বার্ষিক পরিশোধ কমপক্ষে ঋণের ২০ শতাংশ হতে হবে।

এ সময় ঋণগুলো ‘এক্সিট (এসএমএ)’ হিসেবে দেখাতে হবে এবং এগুলোর জন্য প্রযোজ্য সাধারণ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক। প্রকৃত আদায় ছাড়া আগে রাখা স্পেসিফিক প্রভিশন আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে সতর্ক করা হয়েছে যে, পরপর তিনটি মাসিক বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ আবারও যথানিয়মে শ্রেণিকরণ করতে হবে। এছাড়া, সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নতুন কোনো ঋণ অনুমোদন বন্ধ থাকবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত