ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
কোটা নিয়ে অন্তর্বর্তী সরকারের তিন সিদ্ধান্ত

ডুয়া নিউজ: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে কোটা প্রয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ড. মুহাম্মাদ ইউনূস।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আলোচিত হয়েছে।
বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো:
১. উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোকের পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
২. জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে বর্তমান পরিস্থিতিতে মতামত ও সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবে।
৩. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির প্রয়োগ সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে মতামত ও সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে জমা দেবে।
প্রসঙ্গত, গত বছর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সে সময় উচ্চ আদালতও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। আদালতের রায়ে জানানো হয় যে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা পদ্ধতির মাধ্যমে করা হয়। কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত রয়েছে।
এ ছাড়াও, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা প্রদানের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির