ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

তরুণদের স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতায় দেশ গড়ার আহ্বান ড. সালেহউদ্দিনের

২০২৫ নভেম্বর ২২ ১৬:৫৩:১৮

তরুণদের স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতায় দেশ গড়ার আহ্বান ড. সালেহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নবীন স্নাতকদের উদ্দেশ্যে বলেছেন, স্বপ্ন, পরিশ্রম এবং মানবিকতার মাধ্যমে তারা দেশের আগামী দিনের জন্য ভূমিকা রাখবে। তিনি বলেন, “নবীন স্নাতকরা দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে নিজেকে অঙ্গীকারবদ্ধ করবেন। বৃহত্তর অঙ্গনে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের ওপর দায়িত্ব বৃদ্ধি পায়, যা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের ওপর জোর দিয়ে ড. সালেহউদ্দিন বলেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অপরিহার্য। শুধুমাত্র নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিলে চলবে না; সমাজ, পরিবার এবং দেশের জন্যও দায়িত্ব পালন করতে হবে।

তিনি পরিশ্রমকে সফলতার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন এবং নবীনদের বলেন, তার ৩৫ বছরের চাকরি জীবনে প্রতিটি পদক্ষেপে কঠোর পরিশ্রম করেছেন। কোনো কিছুই একদিনে অর্জনযোগ্য নয়।

ড. সালেহউদ্দিন নবীন স্নাতকদের স্বপ্ন দেখার গুরুত্বও স্মরণ করান। তিনি বলেন, “স্বপ্ন ছাড়া কেউ এগোতে পারে না। ভবিষ্যতে আপনি কী করবেন, কোন ক্ষেত্রে অবদান রাখবেন, তা এখন থেকেই ভাবা উচিত।”

প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান প্রজন্মের জন্য প্রতিযোগিতা কঠিন হলেও আত্মবিশ্বাস ও প্রস্তুতির মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। আমাদের সময়ে এতটা প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়নি, এখন নিজেকে গড়ে তুলতে হবে।”

তিনি মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সন্তানদের সফলতার পেছনে মায়েদের ত্যাগ ও পরিশ্রম অপরিসীম। আমার এক ছেলে ও এক মেয়ে আছে; তাদের মা স্কুলে নেওয়া-আনা থেকে শুরু করে সব দায়িত্ব পালন করেছেন।”

অর্থ উপদেষ্টা তরুণদের আহ্বান জানিয়ে বলেন, দেশকে সম্মানজনক অবস্থানে রাখতে এগিয়ে আসতে হবে। মানবতা, সততা ও পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া ও রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা বৈষম্যহীন সমাজ চাই, যেখানে রাজনীতি মানুষের অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করবে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।” তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ প্রয়োজন। মানবিক, পরিবেশ ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সমাবর্তন ২০২৫-এ ৫টি অনুষদ ও ১৪টি বিভাগ থেকে মোট ১ হাজার ৪০৭ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়েছে। সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য ৫টি অনুষদ থেকে ১০ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং আরও ৪০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ