ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

২৪ ঘণ্টা না পেরোতেই ভূমিকম্পে কেঁপে উঠল গাজীপুর, মাত্রা কত?

২০২৫ নভেম্বর ২২ ১২:৩৫:৪১

২৪ ঘণ্টা না পেরোতেই ভূমিকম্পে কেঁপে উঠল গাজীপুর, মাত্রা কত?

নিজস্ব প্রতিবেদক: ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে গাজীপুরে ফের ৩ দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল বাইপাইল এলাকায়।

এর আগে গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। ঢাকায় নিহত হয়েছেন চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এছাড়া বিভিন্ন জেলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত