ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সক্রিয় ভূমিকা জরুরি: ধর্ম উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২১ ১৯:৫৮:৫৩

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সক্রিয় ভূমিকা জরুরি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের দায়িত্ব পালন ও শান্তি প্রতিষ্ঠায় আলেমদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, যতদিন আলেম ও উলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবেন না, ততদিন দেশে স্থায়ী শান্তি ও সুখ আসবে না।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ আরও বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য আলেমদের তৎপর থাকতে হবে। জনগণের সঙ্গে উলামা-মাশায়েখদের সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের দেখভাল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে আলেমদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আত্মশুদ্ধির গুরুত্বে তিনি বলেন, “আমাদের প্রত্যেকেরই দোষ আছে। আমরা নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান করলে আমরা সম্মান পাই, আর কাউকে বেইজ্জত করলে আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবেন।” তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার অনুরোধ জানান।

ড. খালিদ আরও উল্লেখ করেন, জীবন সংক্ষিপ্ত। মানুষ দীর্ঘসময় বাঁচে না। ক্ষমতা, অর্থ বা ধন-দৌলত স্থায়ী নয়। অতীতের অন্যায়ের ফলে আজ নতুন অন্যায় ঘটছে, তাই সর্বদা আল্লাহকে স্মরণে রাখা জরুরি।

উস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উলামায়ে কেরামের সংস্পর্শ জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনে সহায়ক। তিনি আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্ব দেন।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ