ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না : শামসুজ্জামান দুদু
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বর্তমানে ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, "বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর প্রত্যাশা ছিল মানুষ নির্বিঘ্নে বসবাস করবে, লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু গত ছয় মাসে দেশ যেভাবে চলছে তাতে পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিলতর হচ্ছে।"
তিনি দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে উল্লেখ করে বলেন, "বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত তা এখনো কার্যকর রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন যাতে নিম্ন মধ্য আয়ের মানুষও জীবনযাপন করতে পারে।"
দুদু আরও বলেন, "বাংলাদেশ এখন এক ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। এ জাল ছিঁড়ে ফেলতে হবে। এর জন্য একটি কঠোর রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন। মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।"
তিনি রাজনৈতিক দলগুলোর সমর্থনের ভঙ্গুর অবস্থা নিয়ে বলেন, "অন্তর্বর্তী সরকার কিছু দল সমর্থন করলেও প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি তাদের সমর্থন রাখাটা কঠিন হতে পারে। তাই অবিলম্বে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করার আহ্বান জানাচ্ছি।"
শামসুজ্জামান দুদু শেষমেশ দাবি করেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে আইনের দৃষ্টিতে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেন, "ড. ইউনূস-আপনি একটি বিশ্বমুখী ব্যক্তিত্ব। যারা নিপীড়িত, অভাবী মানুষের জন্য কাজ করেছেন। এখন আপনার কাছে একটি সুযোগ আছে দেশের জন্য কিছু করার।"
এভাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান সমস্যা ও সংকটগুলো নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)