ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

মিস ইউনিভার্স ভোটে সময় বাড়ানোর সিদ্ধান্তে বিতর্কের ঝড়

২০২৫ নভেম্বর ২০ ১৮:০৮:০৪

মিস ইউনিভার্স ভোটে সময় বাড়ানোর সিদ্ধান্তে বিতর্কের ঝড়

ডুয়া বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স প্রতিযোগিতার ভোটিং প্রক্রিয়াকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আয়োজকরা পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে ভোটের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপাইনসহ বিভিন্ন দেশের দর্শকরা। অনেকেই এই সিদ্ধান্তের কারণে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিয়ম অনুযায়ী, দর্শকরা গত বুধবার রাতেই তাদের ভোট দেওয়ার সুযোগ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ‘পিপলস চয়েস’ রাউন্ডের ভোটের সময় হঠাৎ বৃদ্ধি করা হয়েছে।

নতুন সময়সীমা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পিপলস চয়েস এক্সটেন্ড’ অপশনে ভোট দেওয়া যাবে। এছাড়া ‘ন্যাশনাল কস্টিউম’ ও ‘ইভিনিং গাউন’ বিভাগের জন্য ভোটের সময় ২১ তারিখ রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র দেখা গেছে। কেউ ভোটের সময় বাড়ায় পছন্দের প্রতিযোগীকে এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন, আবার অন্যরা অনৈতিক সুবিধা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, মিস প্যারাগুয়ের একজন বিচারকের ব্যক্তিগত সম্পর্কের কারণে কি এমন সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে সাধারণ দর্শক কষ্ট করে ভোট সংগ্রহ করছেন। এ ধরনের পরিস্থিতি সাধারণ প্রতিযোগীদের প্রতি অবিচার হিসেবে ধরা হচ্ছে।

অ্যাপস এবং আয়োজকদের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা ভোটে খানিকটা পিছিয়ে ছিলেন, কিন্তু সময়সীমা বৃদ্ধির কারণে তার জন্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কারচুপির অভিযোগ তুলে সম্প্রতি মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী একজন অভিযোগ করেছেন, অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা তৈরি করতে পারে। নতুন ভোটিং টাইম এক্সটেনশন এই বিতর্ককে আরও তীব্র করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও... বিস্তারিত