ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপির যেসব আসনে মনোনয়ন পরিবর্তনের ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্ত যে দিন

২০২৫ নভেম্বর ২০ ১১:০৬:৪২

বিএনপির যেসব আসনে মনোনয়ন পরিবর্তনের ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্ত যে দিন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আলোচনাপ্রক্রিয়া শেষে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তবে তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ব্যাপক অসন্তোষ দেখা দেয়, যার জেরে অন্তত ২৩টি আসনে পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে দলটির নীতিনির্ধারণী মহল থেকে।

মনোনয়ন না পাওয়া বেশ কয়েকজন প্রভাবশালী ও ত্যাগী নেতার তীব্র প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন জায়গায় বিরোধ চরমে উঠেছে। বিএনপির সংশ্লিষ্ট তদন্তে উঠে এসেছে অনেক বঞ্চিত নেতা যথাযথ মূল্যায়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়ে যেতে পারেন। অন্যদিকে, রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থী চূড়ান্ত না হওয়ায় নেতাদের প্রায়ই ক্ষোভ প্রকাশ পেতে দেখা যাচ্ছে।

দলের কৌশল ও কঠোর অবস্থান

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি মাঠপর্যায়ের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যেসব সম্ভাব্য প্রার্থী বঞ্চিত নেতাদের সঙ্গে সমন্বয় ও ঐক্য গড়তে ব্যর্থ হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। পাশাপাশি নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে মাঠপর্যায়ের রিপোর্ট যাচাই করাচ্ছে দলটি।

যেসব আসনে পরিবর্তন আসতে পারে

শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র বলছে, ২২ নভেম্বরের মধ্যেই মনোনয়ন পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “কিছু আসনে ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।” তিনি আরও জানান, জোটসঙ্গীদের জন্য ফাঁকা আসন এবং যেসব আসনে নিজেরা প্রার্থী দিচ্ছে সব ক্ষেত্রেই একক প্রার্থীর চূড়ান্ত ঘোষণা খুব শিগগিরই হবে।

নীতিনির্ধারকদের মতে, যারা মনোনয়ন পেয়েছেন, তাদের দায়িত্ব হবে বঞ্চিত নেতাদের সঙ্গে সমন্বয় করে দলের ঐক্য ফিরিয়ে আনা। ব্যর্থ হলে স্থানীয় নেতাদের মতামত নিয়ে প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তনেও পিছপা হবে না দল।

যেসব আসনে বিরোধ সবচেয়ে তীব্র

সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩, ময়মনসিংহ-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪ ও ৫, সিলেট-৪, চাঁপাইনবাবগঞ্জ-২, হবিগঞ্জ-৪, রংপুর-৩, নাটোর-১, মেহেরপুর-২, চট্টগ্রাম-৪, নরসিংদী-৪, মুন্সিগঞ্জ-২ ছাড়াও নোয়াখালী-৫, ঠাকুরগাঁও-৩ এবং রাজশাহী-৪ ও ৫ আসনে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

সাতক্ষীরা-৩: বিএনপির অভ্যন্তরীণ বিভেদের কেন্দ্রবিন্দু

জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনে দলের ভেতরের দ্বন্দ্ব স্পষ্টরূপে প্রকাশ পেয়েছে। মনোনয়ন ঘোষণার পর আজ একই দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি পুরো বিষয়টিকে আরও জটিল করেছে।

দলীয় সূত্র জানায় মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিনকে সামনে রেখে তার অনুসারীরা আজ সমাবেশ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দেন।

অন্যদিকে, মনোনয়নের দাবিদার ড. শহিদুল আলমের সমর্থকরা কয়েক দিন ধরেই বিক্ষোভ করে আসছেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রার্থী পরিবর্তনের জোর দাবি তুলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা-৩ আসনটি বিএনপি ঘোষিত ২৩টি তীব্র বিরোধপূর্ণ আসনের অন্যতম। স্থানীয় পর্যায়ের এই বিভাজন দূর করতে না পারলে আসনটির নির্বাচনী ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। শীর্ষ নেতৃত্বের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ সংকট মিটিয়ে দলের ঐক্য ফেরানো।

সূত্র জানতেএখানে ক্লিক করুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত