ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
গণভোটের দাবিতে নতনি কর্মসূচি ঘোষণা ৮ দলের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অবস্থান অটুট রেখেছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত, ইসলামী আন্দোলন ও সমমনা অন্যান্য ৬ দল। তারা জানিয়েছে, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ অন্যান্য দাবিতে যৌথ উদ্যোগে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে সমাবেশ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ নভেম্বর সমাবেশ হবে রংপুরে, ১ ডিসেম্বর রাজশাহীতে, ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে। প্রতিটি সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
প্রেস ব্রিফিংয়ে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, আমরা এখনো গণভোট আলাদা দিনে আয়োজনের দাবি জানিয়ে যাচ্ছি। তিনি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে জনমত গঠন এবং প্রচারণা চালানোর ঘোষণা দেন। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলকে নিষিদ্ধ করা, এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনও পূরণ হয়নি।
ব্রিফিংয়ে উপস্থিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আন্দোলনের দাবি থেকে তারা সরেনি। সরকারকে (নির্বাচনের আগে গণভোট আয়োজনের) বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
আযাদ আরও বলেন, আন্দোলনে থাকা ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে। চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ বৈঠকের মাধ্যমে জানানো হবে। এছাড়া ৮ দলের বাইরে আরও কোনো দল আসবে কি না তা নিয়েও আলোচনা চলছে।
৮ দল গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে। এর আগে ঢাকায় যৌথ সমাবেশসহ ছয় দফায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এবার সপ্তম দফার কর্মসূচি ঘোষণা করা হলো। আন্দোলনে থাকা অন্যান্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি