ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০২৫ নভেম্বর ১৯ ২১:৪৪:০৪

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তরুণদের নেতৃত্ব এবং ব্যক্তিত্ব বিকাশসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য আরও বেশি দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বিশেষভাবে ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ওপর জোর দেন।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং ক্রীড়া বিশেষজ্ঞ ও জ্ঞান বিনিময় প্রোগ্রামসহ যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এরপর বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারও উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পসমূহের অগ্রগতি, সহযোগিতা জোরদার, তরুণদের দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত