ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

২০২৫ নভেম্বর ১৯ ১০:৪৫:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার শেষ দিন আজ। উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফলে জিপিএ পরিবর্তিত শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদন সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছিল, যা আজ মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। আবেদন শেষে ফি রশিদ নিশ্চিত না হলে ভর্তি আবেদন সম্পূর্ণ বিবেচিত হবে না।

ভর্তি কমিটি নতুন নির্দেশনায় জানিয়েছে, শিক্ষার্থীরা আবেদনের পর অবশ্যই আবেদন ফি প্রাপ্তি রশিদ বুঝে নিয়েছে কিনা তা যাচাই করবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনোভাবে পেমেন্ট করা যাবে না।

এর আগে ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মূলত অনলাইনে আবেদন কার্যক্রম ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল এবং ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, ১৬ নভেম্বর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের পরিবর্তনের কারণে নতুনভাবে যোগ্য শিক্ষার্থীদের যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ থাকে, সে কারণে সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। অন্যান্য ভর্তিসংক্রান্ত তারিখ অপরিবর্তিত থাকবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলার, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর; বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২০ ডিসেম্বর; ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর; চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ২৯ নভেম্বর; এবং আইবিএ ইউনিটের পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত