ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
বিশ্ব ইজতেমায় কঠোর নিরাপত্তা, নেই বড় ধরনের ঝুঁকি: র্যাব মহাপরিচালক
.jpg)
ডুয়া ডেস্ক : বিশ্ব ইজতেমায় নিরাপত্তাজনিত কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, “দুপক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স ও ড্রোন পর্যবেক্ষক দল কাজ করছে। এছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা জোরদারে নদীপথেও র্যাবের নৌ-টহল রয়েছে।
তিনি আরও বলেন, “ইজতেমাকে কেন্দ্র করে সাধারণত কিছু ছোটখাটো অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখে র্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”
বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। এ সময় মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, মাদকসেবীদের উৎপাত ও পকেটমারের তৎপরতা বেড়ে যেতে পারে। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
এ সময় র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির