ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
বিশ্ব ইজতেমায় কঠোর নিরাপত্তা, নেই বড় ধরনের ঝুঁকি: র্যাব মহাপরিচালক
ডুয়া ডেস্ক : বিশ্ব ইজতেমায় নিরাপত্তাজনিত কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, “দুপক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স ও ড্রোন পর্যবেক্ষক দল কাজ করছে। এছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা জোরদারে নদীপথেও র্যাবের নৌ-টহল রয়েছে।
তিনি আরও বলেন, “ইজতেমাকে কেন্দ্র করে সাধারণত কিছু ছোটখাটো অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখে র্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”
বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। এ সময় মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, মাদকসেবীদের উৎপাত ও পকেটমারের তৎপরতা বেড়ে যেতে পারে। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
এ সময় র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়