ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লেবাননে শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গুলি

২০২৫ নভেম্বর ১৬ ২১:৩৮:১৬

লেবাননে শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গুলি

আন্তর্জাতিক ডেস্ক: রোববার দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে ইউনাইটেড নেশনসের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের শান্তিরক্ষীদের দিকে গুলি চালিয়েছে। ইসরায়েলি সামরিক সূত্রে জানানো হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে নীল হেলমেটধারীদের ‘সন্দেহভাজন’ মনে করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, খারাপ আবহাওয়ার কারণে তারা লক্ষ্য ঠিকভাবে শনাক্ত করতে পারেনি এবং কোনোভাবেই ইউএন সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়নি।

ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি একটি স্থাপনার কাছে একটি মেরকাভা ট্যাঙ্ক থেকে তাদের শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়। ভারী মেশিনগানের গুলি তাদের থেকে প্রায় পাঁচ মিটার দূরে আঘাত করেছে।

ইসরায়েলি সেনারা বলেছে, ট্যাঙ্কটি তাদের অবস্থানের ভেতরে সরে যাওয়ার পর শান্তিরক্ষীরা ৩০ মিনিট পরে নিরাপদে সরে যেতে সক্ষম হন।

ইসরায়েলি সামরিক সূত্রে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আল-হামামেস এলাকায় তারা দুই সন্দেহভাজনকে শনাক্ত করেন এবং তারপর সতর্কতামূলক গুলি চালানো হয়। পরে পর্যালোচনা করে দেখা যায়, ওই দুই ব্যক্তি ছিলেন ইউনিফিলের সেনা, যারা টহল দিচ্ছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

ইউনিফিল আরও জানিয়েছে, এ ধরনের গুলি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন, যা ২০০৬ সালের ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতের পর যুদ্ধবিরতি নিশ্চিত করেছিল। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি এই প্রস্তাবের ভিত্তিতেই কার্যকর হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হয়, তবে তারা কৌশলগত কারণে পাঁচটি অবস্থান ধরে রেখেছে। নিয়মিতভাবে তারা লেবাননে হামলা চালাচ্ছে, মূলত হিজবুল্লাহর লক্ষ্য নিয়ে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আনুষ্ঠানিক সামরিক লিয়াজোঁ চ্যানেলের মাধ্যমে বিষয়টি দেখা হচ্ছে।

ইউনিফিল আবারও ইসরায়েলকে সতর্ক করেছে যেন তারা তাদের শান্তিরক্ষীদের নিকট বা ওপর কোনো আগ্রাসী আচরণ বন্ধ করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত