ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

২০২৫ নভেম্বর ১৬ ১৬:২৬:৪৩

বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ধরাবাহিক দরপতন হচ্ছে শেয়ারবাজারে। এর থেকে উত্তোরণের জন্য এবং নিয়ন্ত্রক সংস্থার অযোক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিনিয়োগকারী সংগঠনগুলো একজোট হয়েছে। সংগঠনগুলো আজ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানসহ দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে মানব বন্ধন করে প্রতিবাদ জানায়। একই সঙ্গে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দরা নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে বক্তব্য রাখেন। বিনিয়োগকারীদের এই কর্মসূচীর কারণে উভয় বাজারের সূচক ঘুরে দাঁড়িয়েছে। তবে বড় পতন থেকে সূচক ঘুরলেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

সংগঠনগুলোর নেতৃবৃন্দরা জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ায়, তাহলে সামনে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে। বিনিয়োগকারীদের স্বার্থে এবং বাজার স্থিতিশীলতায় সব ধরনের কঠোর কর্মসূচী দেয়া হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩২.১৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫.১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬০.৫২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ১১৩টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ২৯৮কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৫ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬.৮২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১৮.৯৫ পয়েন্ট কমেছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত