ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ধরাবাহিক দরপতন হচ্ছে শেয়ারবাজারে। এর থেকে উত্তোরণের জন্য এবং নিয়ন্ত্রক সংস্থার অযোক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিনিয়োগকারী সংগঠনগুলো একজোট হয়েছে। সংগঠনগুলো আজ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানসহ দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে মানব বন্ধন করে প্রতিবাদ জানায়। একই সঙ্গে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দরা নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে বক্তব্য রাখেন। বিনিয়োগকারীদের এই কর্মসূচীর কারণে উভয় বাজারের সূচক ঘুরে দাঁড়িয়েছে। তবে বড় পতন থেকে সূচক ঘুরলেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
সংগঠনগুলোর নেতৃবৃন্দরা জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ায়, তাহলে সামনে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে। বিনিয়োগকারীদের স্বার্থে এবং বাজার স্থিতিশীলতায় সব ধরনের কঠোর কর্মসূচী দেয়া হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩২.১৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫.১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬০.৫২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ১১৩টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ২৯৮কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৫ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬.৮২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১৮.৯৫ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)