ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ১০ সংগঠনের সমন্বয়ে নতুন জোট ঘোষণা

২০২৫ নভেম্বর ১৬ ১৫:২৯:২৮

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ১০ সংগঠনের সমন্বয়ে নতুন জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় একীভূত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে ১০টি সংগঠনের সমন্বয়ে নতুন জোট ঘোষণা করা হয়েছে। নতুন এ জোটের নাম রাখা হয়েছে ‘পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট’।

রোববার (১৬ নম্ভের) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই জোট গঠনের ঘোষণা দেন এর সিনিয়র সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন। বিক্ষোভকারীরা এ সময় বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবি জানান এবং শেয়ারবাজারে চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নতুন ঘোষিত জোটে যুক্ত হয়েছে শেয়ারবাজারের সক্রিয় ও প্রভাবশালী দশটি বিনিয়োগকারী সংগঠন। এগুলো হলো—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস এসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস এসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।

বিনিয়োগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অনিয়ম, নজরদারির দুর্বলতা এবং নীতিনির্ধারণী সংকটের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন জোট এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে এবং বিনিয়োগকারীদের অধিকার সুরক্ষায় যৌথভাবে কর্মসূচি গ্রহণ করবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত