ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

দুবাই কোম্পানির হাতে যাচ্ছে কেপিসিএলের ৪০ মেগাওয়াট প্ল্যান্ট

২০২৫ নভেম্বর ১৬ ১৪:৩১:২১

দুবাই কোম্পানির হাতে যাচ্ছে কেপিসিএলের ৪০ মেগাওয়াট প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) তাদের একটি প্ল্যান্ট বিক্রি বা পুনরায় রপ্তানির লক্ষ্যে দুবাই-ভিত্তিক সাবসন এনার্জি এফজেডসিও–এর সঙ্গে সম্পদ ক্রয় চুক্তি (অ্যাসেট পারচেজ এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় যশোরের নওয়াপাড়ায় অবস্থিত কেপিসিএলের ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টটি বিক্রি বা রপ্তানি করা হবে।

কেপিসিএল জানিয়েছে, এই সম্পদ বিক্রয় তাদের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার একটি অংশ। সাধারণত এ ধরনের সম্পদ বিক্রি বা রপ্তানি কোম্পানির আর্থিক কাঠামো, দেনা-দায় পরিশোধ এবং নতুন প্রকল্প বিনিয়োগে প্রভাব ফেলতে পারে। তবে চুক্তির আর্থিক মূল্য ও অন্যান্য বাণিজ্যিক শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এই চুক্তি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, প্ল্যান্ট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির নগদ প্রবাহকে স্বস্তি দেবে, যা ঋণ পরিশোধ বা নতুন ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হতে পারে।

কেপিসিএল দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ উৎপাদন খাতে সক্রিয়। তবে বিদ্যুতের চাহিদা, নীতি পরিবর্তন, প্রকল্পের মেয়াদ এবং আর্থিক ব্যবস্থাপনার কারণে গত কিছুদিন যাবত কোম্পানিটির উৎপাদন ও মুনাফায় ঘাটতি নেমে আসে। কোম্পানির পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যৎ সম্পদ পুনর্বিন্যাস পরিকল্পনার অংশ হিসেবেই এই সম্পদ বিক্রির পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই চুক্তি কার্যকর হলে কেপিসিএলের উৎপাদন সক্ষমতায় পরিবর্তন আসবে এবং কোম্পানিটির ভবিষ্যৎ প্রকল্প কাঠামোতেও নতুন দিক তৈরি হতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত