ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক টিম শনাক্ত করবে জুলাই শহীদদের পরিচয়

২০২৫ নভেম্বর ১৬ ১৩:৫১:০০

আন্তর্জাতিক টিম শনাক্ত করবে জুলাই শহীদদের পরিচয়

মো: আবু তাহের নয়ন :রাজধানীর রায়েরবাজারে অবস্থিত গণকবরের জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আগামী ৫ ডিসেম্বর দেশে পৌঁছাবে বিশেষজ্ঞ দল এবং ৭ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু হবে।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। তিনি জানান, শহীদদের পরিচয় শনাক্তের জন্য অস্থায়ী মর্গ স্থাপন করা হবে, যেখানে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হয়ে কাজ করবেন। এই প্রক্রিয়ার বাস্তবায়ন এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সকলের পরিচয় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। এরপর শহীদদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, এটি শুধু শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করবে না, দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবেও সংরক্ষিত হবে।

এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র শহীদদের পরিচয় শনাক্ত করা নয়, বরং তাদের প্রতি জাতির শ্রদ্ধা ও ইতিহাসের স্বচ্ছ ধারণা নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার উপদেষ্টা জোর দিয়েছেন, পরিচয় শনাক্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হবে। শহীদদের পরিবারের সদস্যরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

এতে দেশে ফরেনসিক ও মানবাধিকার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে এবং ভবিষ্যতে এমন কাজের জন্য এক রেফারেন্স হিসেবে কাজ করবে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে, পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে শহীদদের পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসের প্রতি শ্রদ্ধা আরও দৃঢ় হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত