ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি নি’হত

২০২৫ নভেম্বর ১৬ ১০:১০:০৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি নি’হত

ডুয়া ডেস্ক: উত্তর আফ্রিকার লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে চার জনের মৃত্যু হয়েছে। একই উপকূলে পৃথকভাবে সংঘটিত আরেকটি নৌকাডুবিতে অর্ধশতাধিক সুদানি ও দুই মিসরীয় নিরাপদে উদ্ধার হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ঘটনা ঘটেছে লিবিয়ার উত্তর-পশ্চিম অংশের আল-খোমস উপকূলে। লিবিয়ান রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানা গেছে, দুইটি নৌকাডুবিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন।

প্রথম নৌকায় ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন, যার মধ্যে ৬৭ জন সুদানি ও দুজন মিসরীয়, এছাড়া সেখানে আট শিশু ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার ও মৃতদের মরদেহ সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

লিবিয়া অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য একটি পরিচিত ট্রানজিট রুট। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে লিবিয়ায় প্রায় সাড়ে ৮ লাখ অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর দেশটি মিলিশিয়ার সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় অভিবাসীরা নিয়মিত নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার কোস্টগার্ডকে সরঞ্জাম ও অর্থসহায়তা দিয়েছে, তবে কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়ার সম্পর্কের অভিযোগও আছে। পাশাপাশি ইউরোপের দেশগুলো ধাপে ধাপে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে, এবং দাতব্য সংস্থাগুলোর কাজেও বাধা পড়ছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত