ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
হরমুজ প্রণালীতে ইরানের অভিযান, ট্যাংকার আটক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীর কাছে থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে। শনিবার তেহরান থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি উপসাগর থেকে ওই ট্যাংকার জব্দ করা হয়েছে। এর এক দিন আগে, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, ইরানের উপকূলে একটি বাণিজ্যিক ট্যাংকার আটক করা হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিচারিক কর্তৃপক্ষ ‘তালারা’ নামের ট্যাংকারের কার্গো জব্দের নির্দেশ দিয়েছে। এরপর নৌবাহিনীর একটি শাখা ট্যাংকারটির গতিবিধি নজরদারির পর জব্দ করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুমোদনবিহীন পণ্য বহনের কারণে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাংকার। প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল বহনকারী জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।
সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরুর পর হরমুজ প্রণালী হয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাংকারটি। পরে তিনটি ছোট নৌকা ট্যাংকারটির কাছে আসে এবং হঠাৎ পথ পরিবর্তন করতে বাধ্য করে।
এর আগে ওই এলাকায় মোতায়েন মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পঞ্চম নৌবহরের বক্তব্য অনুযায়ী, বেশির ভাগ বাণিজ্যিক জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন চলাচল করে।
হরমুজ প্রণালী বৈশ্বিক তেল ও এলপিজি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হলেও পূর্বে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বছর সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার অভিযোগ তুলে রেভল্যুশনারি গার্ড একই প্রণালী থেকে একটি কনটেইনার জাহাজ জব্দ করেছিল। তেহরান জানিয়েছিল, জব্দকৃত জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম