ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ঢাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময় বাড়ল

২০২৫ নভেম্বর ১৪ ১৫:০৫:৪৭

ঢাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর ফলে ভর্তিচ্ছুরা এখন ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে। ফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারে, সে কারণেই ভর্তি সংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত রেখে শুধু আবেদন করার সময় তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এদিকে, ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে গত ২৯ অক্টোবর। শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি পরিশোধসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ধাপ অনুযায়ী নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন করার জন্য মোট পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে-

১. লগইন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর এবং শিক্ষা বোর্ডের তথ্য দিয়ে লগইন করতে হবে।

২. বিস্তারিত তথ্য প্রদান

  • পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের ভাষা নির্বাচন
  • বর্তমান ঠিকানা
  • ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল
  • অভিভাবকের এনআইডি নম্বর (ঐচ্ছিক) ও পেশা

সংশ্লিষ্ট কোটা

কোন বিভাগে পরীক্ষা দিতে চান তা উল্লেখ করতে হবে

৩. ছবি আপলোড

  • প্রস্থ ৪৬০-৪৮০ পিক্সেল
  • উচ্চতা ৬০০-৬২০ পিক্সেল
  • সাইজ ৩০-২০০ কেবি
  • ফরম্যাট .jpg বা .jpeg

৪. পাসওয়ার্ড সংগ্রহ

গ্রামীণফোন, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে এসএমএস পাঠিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে। অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত নম্বর ব্যবহার করতে হবে।

৫. ফি প্রদান

সব ধাপ সম্পন্ন করে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়াও সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত