ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

গণমাধ্যমের স্বাধীনতা নাকি দায়মুক্তির ঢাল? প্রশ্ন তুললেন প্রেস সচিব

২০২৫ নভেম্বর ১৪ ১৩:৪৯:৫৫

গণমাধ্যমের স্বাধীনতা নাকি দায়মুক্তির ঢাল? প্রশ্ন তুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মানহানির মামলার কার্যকারিতা প্রায় নেই বললেই চলে এর ফলে ইচ্ছেমতো মনগড়া সংবাদ প্রকাশ করেও বহু গণমাধ্যম নির্বিঘ্নে পার পেয়ে যায় বলে অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংবাদ নিয়ে আপত্তি জানালে অনেক প্রতিষ্ঠান ‘গণমাধ্যমের স্বাধীনতা’কে ঢাল হিসেবে ব্যবহার করে, যেন তাদের কোনো জবাবদিহি নেই।

শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, সাম্প্রতিক সময়ে দেশের একটি স্বনামধন্য পত্রিকার সম্পাদক ধারাবাহিকভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে চলেছেন। তিনি মনে করেন যেন ট্যাবলয়েড সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতার কোনো প্রয়োজন নেই। অথচ যুক্তরাজ্যে ট্যাবলয়েড সংবাদ মাধ্যমগুলো যখন মানহানি বা পেশাগত নীতিমালা ভঙ্গ করে, তখন বছরে কোটি কোটি পাউন্ড জরিমানা গুনতে হয়। বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

তার মতে, যেসব গণমাধ্যম স্বাধীনতার সংকটের অভিযোগ তোলে, তাদের অনেক সম্পাদকই নিয়মিত বলছেন বাংলাদেশে প্রেস স্বাধীনতা নেই, এমনকি পূর্ববর্তী সরকার পরিবর্তনের পরও পরিস্থিতি নাকি অপরিবর্তিত। মানবাধিকার সংগঠনগুলোও কোনো গবেষণা ছাড়াই এসব বক্তব্য পুনরাবৃত্তি করে। সাংবাদিক নিপীড়নের যেসব সংখ্যা উপস্থাপন করা হয়, তার কতগুলো প্রকৃতপক্ষে সাংবাদিকতার কারণে এবং কতগুলো অন্য কারণে ঘটেছেএ নিয়ে খুব কমই অনুসন্ধান হয়।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই সাংবাদিকরা নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছেন। প্রায় যেকোনো বিষয়ে, এমনকি সামরিক বাহিনী নিয়েও মন্তব্য করতে তাদের বাধা নেই। তবুও তারা বিশ্বের সবচেয়ে অভিযোগপ্রবণ গোষ্ঠীগুলোর একটি এ অভিযোগও তার।

শেষে তিনি প্রশ্ন তোলেন, যারা নিয়মিত বলেন ‘দেশে কি আর সাংবাদিকতা করার পরিবেশ আছে?’, তাদের অনেকেই কি সত্যিই স্বাধীনতার সংকটে ভুগছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এ অভিযোগ তোলা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত