ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

পরবর্তী পদক্ষেপে অংশ নিতে রাজনৈতিক দলগুলোকে ইইউর আহবান

২০২৫ নভেম্বর ১৩ ২০:৫৯:৩৬

পরবর্তী পদক্ষেপে অংশ নিতে রাজনৈতিক দলগুলোকে ইইউর আহবান

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপে গঠনমূলকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইইউ ইন বাংলাদেশের ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া বার্তার এসব কথা বলে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে তারা সমর্থন করছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বকে ইইউ স্বাগত জানায়। এছাড়াও তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে যাতে তারা পরবর্তী ধাপে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত