ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

কত দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে জানালেন আইন উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১১ ২০:৩১:৪৮

কত দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন সম্পর্কিত বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। তবে আমরা শুধু অপেক্ষা করিনি, বরং নিজেদের মতো করেই পদক্ষেপ নিয়েছি। আগামী তিন-চার দিনের মধ্যেই সনদ বাস্তবায়ন বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। সব দলের প্রত্যাশা ও মতামত সমন্বয় করে দেশের স্বার্থে যা করা প্রয়োজন, সেটাই করা হবে।

সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে ‘আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপস্থাপন করা হয়। এতে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তর, কার্যপরিধি সম্প্রসারণ এবং আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

সংশোধনী প্রস্তাবে অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলী, আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ এবং মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ, এবং মধ্যস্থতাকারীদের জন্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানের প্রস্তাব করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, এবং স্পেশাল কনসালটেন্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। তারা প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত