ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

জুলাই সনদে রাষ্ট্রপতির অধ্যাদেশ অপরিহার্য: সালাহউদ্দিন আহমদ 

২০২৫ নভেম্বর ১১ ১৮:০৫:০৩

জুলাই সনদে রাষ্ট্রপতির অধ্যাদেশ অপরিহার্য: সালাহউদ্দিন আহমদ 

নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া কোনো আদেশ জারি করা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, সরকার যদি কোনো আদেশ জারি করে তবুও তা আইন হিসেবে কার্যকর হবে না। মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা স্বাক্ষরকারী দলগুলোকে মানতে বাধ্য করা যাবে না। তিনি বলেন, “হাসিনা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু সাধারণ মানুষ তা কখনো মেনে নেবে না।” তার কথায়, দেশের জনগণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় রাজনৈতিক সিদ্ধান্ত চায় এবং সরকারের পক্ষ থেকে জোরপূর্বক কোনো প্রজ্ঞাপন বা আদেশ চাপানো হলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রেসিডেন্ট অর্ডার জারির মতো পরিস্থিতি নেই, কারণ এটি সংবিধানে নেই। কোনো প্রজ্ঞাপনকে যদি আদেশ হিসেবে উপস্থাপন করা হয়, তার আইনি মর্যাদা থাকবে না। সরকারের কোনো প্রজ্ঞাপন হলেও তা আইন হিসেবে কার্যকর হবে না; সরকার চাইলে তা প্রকাশ করতে পারবে, কিন্তু তা আইন হবে না।

এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারও কারও বক্তব্য বিভ্রান্তিকর এবং তা ঐকমত্য কমিশনের গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার মতো। তিনি সতর্ক করেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সংবিধান অনুসরণ অপরিহার্য, এবং সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত