ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বিশ্বকাপ নিয়ে আইসিসির পর্যবেক্ষণ অযৌক্তিক: ক্রিড়া উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ১২ ১৭:৪১:৩৪

বিশ্বকাপ নিয়ে আইসিসির পর্যবেক্ষণ অযৌক্তিক: ক্রিড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া প্রশাসন ও আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে ভবনে সৌজন্য সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেন।

সোমবার বিকেলে বাফুফে ভবনে প্রায় এক ঘণ্টা ধরে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি শুরুতেই বলেন, সাংবাদিকরা ফুটবলের চেয়ে ক্রিকেট নিয়েই বেশি আগ্রহী—এ কথা তিনি জানেন। এরপরও ফুটবল নিয়েও কথা বলার অনুরোধ জানান।

ফুটবল সংক্রান্ত প্রসঙ্গের পর আসিফ নজরুল নিজেই আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু সামনে আনেন। তিনি জানান, আইসিসির একটি নিরাপত্তা পর্যবেক্ষণ চিঠিতে বাংলাদেশের জন্য তিনটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশি সমর্থকদের জার্সি পরিধান এবং জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি।

এই পর্যবেক্ষণকে পুরোপুরি অযৌক্তিক আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়া, সমর্থকদের জার্সি পরতে না দেওয়া কিংবা ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো প্রস্তাব বাস্তবতাবিবর্জিত ও উদ্ভট।

মুস্তাফিজ ইস্যুর পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিরাপদ নয়—এই আশঙ্কা নতুন নয়। আইসিসি নিরাপত্তা দলের পর্যবেক্ষণই প্রমাণ করে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।

এ প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তান ইতোমধ্যে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে। একই ধরনের প্রস্তাব বিসিবিও আইসিসির কাছে তুলেছে। গণমাধ্যমে পাকিস্তানের বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহের খবর প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিষয়টি সম্পর্কে নিশ্চিত না হলেও ভারতের বাইরে অন্য কোনো দেশে খেলতে বাংলাদেশের আপত্তি নেই।

তবে আইসিসির নিরাপত্তা টিমের চিঠিটি ঠিক কবে এবং কাকে দেওয়া হয়েছে—সে বিষয়ে স্পষ্ট তথ্য দেননি ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, সাংবাদিকদের সামনে ওই চিঠি উপস্থাপন করা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত