ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সীমান্তে স্থলমাইন বি'স্ফোরণে যুবক আ'হত

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৪৯:১৮

সীমান্তে স্থলমাইন বি'স্ফোরণে যুবক আ'হত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়েছে। নিহত যুবকের নাম মো. হানিফ (২৮) এবং তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হানিফ নাফ নদীর সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন চিংড়িঘেরে গিয়ে বিস্ফোরণে আহত হন। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণকে কেন্দ্র করে সীমান্তবর্তী গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এমনকি নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

সীমান্ত সূত্র জানিয়েছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রোহিঙ্গা বিদ্রোহীদের হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে এবং নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন বসিয়েছে। এর আগে কয়েকজন বাংলাদেশি জেলেকে একইভাবে আহত করা হয়েছিল।

পুলিশ জানায়, হানিফ ওই চিংড়িঘরে নৌকা ঠিক আছে কি না দেখতে গেলে স্থলমাইন বিস্ফোরণ ঘটে। তার চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নাফ নদী–সংলগ্ন মৎস্যখামারে কাজের সময় স্থলমাইন বিস্ফোরণে যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রিমুখী সংঘর্ষ চলায় সীমান্ত ঝুঁকিপূর্ণ। মানুষ যেন ঝুঁকিপূর্ণ এলাকায় না যায়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।”

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, “সীমান্ত এলাকায় চার দিন ধরে গোলাগুলি চলছে। গত শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত ওপারের বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। কিছু ঘরবাড়ি, চিংড়িঘের ও মাঠে গুলি ও মর্টার অংশ পড়ে গেছে। এক শিশু গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।”

তিনি আরও জানান, “সীমান্ত এলাকায় মানুষ আতঙ্কে রয়েছেন এবং অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশিদের না যেতে বলা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে।”

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “ওপারের পরিস্থিতি নজরে রাখা হয়েছে। নাফ নদী ও সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।”

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত