ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
এলাকার মানুষই ঠিক করবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে, তার ভবিষ্যৎ রাজনীতি এলাকার মানুষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি জানান, যদি এলাকার মানুষ তার পাশে থাকে, তবে মৃত্যু পর্যন্ত এই আশুগঞ্জই হবে তার শেষ ঠিকানা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাস্থলে বিকেল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে জড়ো হন। রুমিন ফারহানা সংবর্ধনা মঞ্চে আসার পর উপস্থিত জনতা ‘রুমিন রুমিন’ ধ্বনিতে তাকে স্বাগত জানান।
রুমিন ফারহানা বলেন, "অনেকেই হয়তো আপনাদের বলবে, আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। কিন্তু আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া কিছুই চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।"
তিনি আরও বলেন, "বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে। আমাদের সঙ্গে এখন অনেক রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার আলোচনা করছে। যে আসনগুলো জোটের আওতায় আছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনি নিশ্চয়ই যোগ্য হবেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল এই আসনটি। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে- ওয়ার্ডে গিয়ে সভা, সমাবেশ ও গণসংযোগ করছেন এবং এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।
গত সোমবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ফাঁকা রাখা হয়েছে। এতে সরাইল ও আশুগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে, যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে