ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

দ্রুত নির্বাচন ঘোষণা করুন, না হলে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

২০২৫ নভেম্বর ০৬ ১৮:২২:২১

দ্রুত নির্বাচন ঘোষণা করুন, না হলে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি সতর্কবার্তা দিয়েছেন, দ্রুত নির্বাচনের শিডিউল ঘোষণা করে নির্বাচন আয়োজন করার জন্য। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দিলে সরকারকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার জন্য নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা ঘেরাও কর্মসূচি এবং ফ্যাসিবাদের হাতের খেলায় দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা জনগণ কখনো মেনে নেবে না।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে ফ্যাসিবাদের পতন অনেক শিশু ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে সম্ভব হয়েছে। আবার সেই অন্ধকারের পথে ফিরে যাওয়ার চেষ্টা যারা করছে, তাদের মনে রাখতে হবে বিএনপি কোনো ভেসে আসা দল নয়। অনেক হামলা, মামলা, কারাভোগ এবং আত্মত্যাগের বিনিময়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, তাই কেউ দয়া করে পরিস্থিতি অস্থিতিশীল করবে বা নৈরাজ্য সৃষ্টি করবে না। তবে বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।

মহাসচিব সংবর্ধনা সভায় সংষ্কার কমিশনের সমালোচনা করে জানান, ৮৩ কোটি টাকা ব্যয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সভা করেছে। বিএনপি প্রতিটি সভায় তাদের মতামত জানিয়েছে। ১৭ অক্টোবর জাতীয় সংসদপ্লাজায় সকল দলের স্বাক্ষরে সংষ্কারের প্রস্তাব পাশ হয়েছে। তবে পরে উপদেষ্টামন্ডলীর সভায় আসিফ নজরুল বলেছেন, এখনো কিছু বিষয় বাকি রয়েছে এবং তা মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের হাতের পুতুল।

তিনি আরও জানান, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেগুলোর স্বাক্ষর সম্পন্ন হয়েছে, বাকিগুলো সংসদে সমাধান হবে। তাই সরকারের প্রতি তিনি জোর দিয়ে দাবি করেন, দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত