ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বিএনপির শূন্য আসনে আলোচনায় জমিয়তসহ ইসলামি দলগুলো
নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সোমবার (৩ নভেম্বর) ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে, যার মধ্যে কিছু আসন যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি। পাশাপাশি, কিছু আসন প্রার্থী জটের কারণেও স্থগিত রাখা হয়েছে।
বিশেষ করে ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের কয়েকজন শীর্ষ নেতাকে আসন ছাড় দেওয়া হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বর্তমানে ইসলামি দলগুলোর মধ্যে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে রয়েছে কেবল জমিয়ত। ফলে দলটি আশা করছে, তারা কয়েকটি আসনে বিএনপির পক্ষ থেকে ছাড় পাবে।
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে—এই আসনটি বিএনপি ফাঁকা রেখেছে। একইভাবে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে জমিয়তের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীও ছাড় পেতে পারেন। এছাড়া দলটির মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দীর এলাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনও বিএনপির তালিকায় ফাঁকা রয়েছে।
বেশ আলোচিত নারায়ণগঞ্জ-৪ আসনেও বিএনপি প্রার্থী দেয়নি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা জমিয়ত নেতা মাওলানা মনির হোসেন কাসেমী এবারও প্রার্থী এবং ধারণা করা হচ্ছে, এখানে তিনিই বিএনপির সমর্থন পাবেন। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জমিয়তের মাওলানা জুনাইদ আল হাবীব ছাড় পাওয়ার সম্ভাবনায় রয়েছেন, যদিও এখানে বিএনপির আলোচিত নেতা রুমিন ফারহানা আগ্রহী ছিলেন।
সুনামগঞ্জ-২ (শাল্লা-দিরাই) আসনেও জমিয়তের প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ রয়েছেন এবং এই আসনটিও বিএনপি ফাঁকা রেখেছে। পাশাপাশি জমিয়তের অপর একটি অংশও বিএনপির সঙ্গে রয়েছে এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে তাদের প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস ছাড় পেতে পারেন বলে প্রচারণা চলছে।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকও আলোচনায় রয়েছেন। তিনি ঢাকা-১৩, ঢাকা-৭ এবং বাগেরহাট-১ আসনে নির্বাচনে আগ্রহী বলে জানিয়েছেন। বিএনপি এই তিনটি আসন ফাঁকা রেখেছে। তবে ঢাকা-১৩ আসনে ইতোমধ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। বাকী দুই আসনে মামুনুল হকের সঙ্গে সমঝোতা হলে ছাড় দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
সামগ্রিকভাবে বলতে গেলে, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনের মধ্যে একাধিক আসন সহযোগী ইসলামি দলগুলোর জন্য বরাদ্দ হতে পারে—এ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ