ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বিএনপি ২৩৭ প্রার্থী, যে জেলায় একটিও প্রার্থী নেই
                                    নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মোট ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করা হয়। এতে দেখা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বগুড়া-০৬ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। তালিকায় মোট ১২টি আসনে নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
ঘোষিত প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচনার সৃষ্টি করেছে বাগেরহাট জেলা। জেলার তিনটি সংসদীয় আসনের কোনোটিতেই বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। পুরো জেলার প্রার্থীর ঘর খালি রাখা হয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, এটি হতে পারে জোটের শরিকদের জন্য আসন সমঝোতার অংশ, অথবা স্থানীয় পর্যায়ে প্রার্থী নিয়ে মতবিরোধের ফল।
মোট ৩০০ আসনের মধ্যে বিএনপি আপাতত ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি ৬৩টি আসনের মধ্যে প্রায় ৪০টি সমমনা জোট ও সহযোগী দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। বাকি ২৩টি আসনে এখনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় কমিটি, পরে সেগুলো ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই এবং সমমনা দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়।
ঢাকা বিভাগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাজধানীর ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে সাতটি আসনে নতুন প্রার্থীর নাম এসেছে। বাকি ছয়টি আসনে আগের একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলটির আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ সাংগঠনিক নেতৃবৃন্দ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)