ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবে জহুরুল হক হল বিতর্ক ক্লাব চ্যাম্পিয়ন
‘৪র্থ সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবের’ আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব ‘হাউজ অব ডিবেটরস’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাব (এসএমডিসি) রানার্স আপ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শুক্রবার (২৯ নভেম্বর) কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কবি সুফিয়া কামাল হল বিতর্ক ক্লাব (এসকেডিসি) এই উৎসবের আয়োজন করে।
এসকেডিসি-এর সভাপতি মাহফুজা মাহবুবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীন, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডিইউডিএস-এর সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মোস্তারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হল বিতর্ক ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন ক্লাবের বিতর্ক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক তিথি এলমাতুন সুচিতা মিম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিতর্ক আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, পরমত সহিষ্ণুতা শেখায় এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে গতিশীল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের যৌক্তিক বিশ্লেষণ এবং সুচিন্তিত মতামত প্রদানের জন্য তিনি বিতার্কিকদের প্রতি আহ্বান জানান।
আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিতর্ক ক্লাব অংশ নেয়। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিরোধী দল ‘হাউজ অফ ডিবেটরস’ সরকারি দল ‘এসএমডিসি’কে ৩-২ ব্যালট ব্যবধানে পরাজিত করে। ডিরেক্টর অব দ্যা ফাইনালের খেতাব অর্জন করেন বিরোধী দলীয় নেতা সোহানুর রহমান সোহান।
উৎসবে জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের মুসলিমা রহমান তামান্না চ্যাম্পিয়ন, শামসুন নাহার হলের হামিদা নিসা প্রথম রানার্স আপ এবং রোকেয়া হলের মারজানা আফরিন বাঁধন দ্বিতীয় রানার্স আপ হন।
এছাড়া সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অন্তঃহল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মারিয়া রহমান, প্রথম রানার্স আপ হন মারুফা আক্তার কলি এবং দ্বিতীয় রানার্স আপ হন সাবিকুন্নাহার সামান্তা।
বায়েজীদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল