ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ম্যানেজমেন্টে রাজ্জাক

২০২৫ নভেম্বর ০৪ ০১:০৪:৩৩

জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ম্যানেজমেন্টে রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টে নতুন সংযোজন হিসেবে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুটি নিয়োগই আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য কার্যকর হবে বলে বিসিবি জানিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ বিসিবির নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। এর আগেও তিনি জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করেছেন, তবে টিম ডিরেক্টর হিসেবে এটিই তার প্রথম দায়িত্ব।

এদিকে, দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল যে মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিতে পারেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। নিক পোথাস এবং ডেভিড হেম্পের পর মোহাম্মদ সালাহউদ্দিন স্বল্প সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন। তার অধীনে ব্যাটারদের পারফরম্যান্স তলানিতে চলে যাওয়ায় নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি বিসিবির কাছে গুরুত্ব পায়।

আশরাফুলের জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন এবং সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত