ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা প্রজ্ঞাপন

২০২৫ নভেম্বর ০৩ ১১:৩৪:৪৪

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় সংশোধনী এনেছে। নতুন প্রজ্ঞাপনে ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এর ‘অন্যান্য বিষয়ে’ শব্দের জায়গায় ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ ব্যবহৃত হয়েছে। এতে বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্তি আরও স্পষ্ট করা হয়েছে।

২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত মূল বিধিমালায় সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল। নতুন সংশোধনী এই সীমাকে আরও সুস্পষ্ট করেছে।

নিয়োগ প্রক্রিয়া উপজেলা বা থানাভিত্তিকভাবে সম্পন্ন হবে এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মোট ৫ শতাংশ কোটা রাখা হয়েছে। শিক্ষককে নির্ধারিত শিক্ষানবিশি মেয়াদ শেষে কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হবে। সন্তোষজনক পারফরম্যান্স না দেখালে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি বাতিল বা পূর্বের পদে ফেরত পাঠানোর ক্ষমতা রাখবে।

নতুন বিধি অনুযায়ী নিয়োগের পর চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। ৫০ বছর বয়সে পদোন্নতি বা স্থায়ী হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ ও পরীক্ষার শর্ত শিথিল হতে পারে। এছাড়া, বিধি কার্যকর হওয়ার তারিখ থেকে ১২তম গ্রেডে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত হওয়ার পর ১৮ মাসের মধ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে না হলে বেতন গ্রেডে অবনমিত করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত