ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডবিতরণের সময়সূচি ঘোষণা

২০২৫ নভেম্বর ০২ ১৮:২৬:২৬

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডবিতরণের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে এই কার্ড সংগ্রহ করা যাবে।

রোববার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বোর্ডের নির্ধারিত তারিখ অনুযায়ী, ৪ নভেম্বর ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় কার্ড বিতরণ করা হবে:

৫ নভেম্বর: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ

৬ নভেম্বর: নরসিংদী ও কিশোরগঞ্জ

৭ নভেম্বর: ঢাকা জেলা ও মাদারীপুর

৯ নভেম্বর: শরীয়তপুর ও রাজবাড়ী

১০ নভেম্বর: গাজীপুর ও ফরিদপুর

১১ নভেম্বর: টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ

১২ নভেম্বর: বাকি সব জেলা

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল-ত্রুটি দেখা দিলে ২০ নভেম্বরের মধ্যে বোর্ডের নির্ধারিত ফরমে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এই তারিখের মধ্যে সংশোধন না করলে এর সম্পূর্ণ দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি বা সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটি অনুমোদনপত্র দাখিল করতে হবে।

এছাড়াও, যেসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন হয়নি, তাদের দ্রুত তা নবায়ন করতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত