ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

শাহরুখ খান ৬০তম জন্মদিনে ভক্তদের চমক দিলেন

২০২৫ নভেম্বর ০২ ১৫:৫৮:৩৩

শাহরুখ খান ৬০তম জন্মদিনে ভক্তদের চমক দিলেন

ডুয়া বিনোদন ডেস্ক:নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জন্মদিনের আনন্দ উদযাপনকে আরও বড় করে তুলতে তিনি প্রকাশ করেছেন নতুন ছবি ‘কিং’-এর টিজার, যা মাত্র প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। টিজারে দেখা গেছে শাহরুখকে এক সম্পূর্ণ ভিন্ন লুকে, ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া এবং চোখে রোদচশমা। সঙ্গে শোনা যাচ্ছে অ্যাকশনধর্মী সংলাপ, ‘কত খুন করেছি মনে নেই… শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকরা উত্তেজনায় ফেটে পড়েছেন। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশের শাহরুখভক্তরাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজার মাধ্যমে।

ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো হিট অ্যাকশন ফিল্মের নির্মাতা। সিনেমার গল্পে দেখা যাবে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই তাদের চরম সীমায় ঠেলে দেয়। শাহরুখের ঘোষণাও স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত