ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরি করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০১ ১৯:৫০:১৪

বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরি করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন যে, বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি, আরও ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্লাবগুলোর মাধ্যমে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণ পেতে একে অপরের সঙ্গে গল্প করতে ও চা খেতে পারবেন।

তিনি আরও বলেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়।

উপদেষ্টা উল্লেখ করেন, আজকের নবীন আগামী দিনের প্রবীণ। প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র গড়ে উঠবে।

শারমীন এস মুরশিদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং এর কাজের পরিধি বিশাল। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। তিনি বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছেন এবং নিজের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতা আনতে চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ অন্যরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত