ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
ভারত বনাম অস্ট্রেলিয়া: লজ্জাজনক হার ভারতের
 
                                    সরকার ফারাবী: মেলবোর্নের উজ্জ্বল আলোয় ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় সূর্যকুমার যাদবের দল, আর সেই লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ১৩.২ ওভারে।
ভারতের ব্যাটিং বিপর্যয়: একা লড়লেন অভিষেক, সহযোদ্ধা রানার সহায়তা
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। টপ অর্ডারের চার ব্যাটার শুভমান গিল (৫), সঞ্জু স্যামসন (২), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) ও তিলক ভার্মা (০) একে একে ফিরলে দল পড়ে গভীর সংকটে। তবে অভিষেক শর্মা লড়াই চালিয়ে যান একপ্রান্তে। ৩৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ইনিংস গড়েন ৬৮ রানের। লোয়ার অর্ডারে হর্ষিত রানা ৩৩ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন।কিন্তু এই দুই ব্যাটার ছাড়া কেউই টিকে থাকতে পারেননি। ফলে ভারতীয় ইনিংস গুটিয়ে যায় ১৮.৪ ওভারে ১২৫ রানে।
হ্যাজেলউডের জাদু: ৩ উইকেটে বিধ্বংসী স্পেল
অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নেতৃত্ব দেন জশ হ্যাজেলউড। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। তাঁর অসাধারণ বোলিংয়ের জন্যই পান ম্যাচসেরার পুরস্কার।এছাড়া নাথান এলিস নেন ২ উইকেট ২১ রানে, আর জাভিয়ের বার্টলেটের শিকার ২ উইকেট ৩৯ রানে। ভারতের ব্যাটিং ধসের পেছনে এই তিনজনের অবদান ছিল সবচেয়ে বেশি।
অস্ট্রেলিয়ার সহজ তাড়া: মার্শ ও হেডের ধ্বংসাত্মক শুরু
মাত্র ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে। অধিনায়ক মিচেল মার্শ ২৬ বলে ৪৬ রান (২টি চার, ৪টি ছক্কা) ও ট্রাভিস হেড ১৫ বলে ২৮ রান (৩টি চার, ১টি ছক্কা) করে উদ্বোধনী জুটিতে গড়ে তোলেন ৫১ রানের ধারা।পরবর্তীতে জশ ইংলিশ ২০ ও মিচেল ওয়েন ১৪ রানের ছোট ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে ২টি করে উইকেট নিলেও রানের স্বল্পতা দলকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ভারত: ১২৫/১০ (১৮.৪ ওভার), ব্যাটিং: অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, বোলিং: জশ হ্যাজেলউড ৩/১৩, নাথান এলিস ২/২১।
অস্ট্রেলিয়া: ১২৬/৬ (১৩.২ ওভার), ব্যাটিং: মিচেল মার্শ ৪৬, ট্রাভিস হেড ২৮, বোলিং: জসপ্রিত বুমরাহ ২/২৬, বরুণ চক্রবর্তী ২/২৩, কুলদীপ যাদব ২/৪৫।
ফলাফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী (৪০ বল বাকি থাকতে)
প্লেয়ার অফ দ্য ম্যাচ: জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                     
             
             
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
                    -100x66.jpg) 
                    