ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: লাইভ দেখার উপায়-সময়সূচি

২০২৫ অক্টোবর ৩১ ১৭:৪৮:৫৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: লাইভ দেখার উপায়-সময়সূচি

সরকার ফারাবী: গত এক বছরে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা যেন এক দীর্ঘস্থায়ী সংকটে রূপ নিয়েছে। বোলাররা নিয়মিতভাবে লড়াইয়ের মঞ্চ তৈরি করলেও, টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা ধারাবাহিকভাবে হতাশ করে চলেছেন। হোক সেটা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দৃশ্যপট একই। যদিও সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল স্বাগতিক দল, তবে ব্যাটিং দুর্বলতা সেখানে গোপন থাকেনি।

এখন সেই একই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে চলমান টি-টোয়েন্টি সিরিজে। মিরপুরের ধীর স্পিন-সহায়ক উইকেট ছেড়ে চট্টগ্রামের তুলনামূলক ব্যাটিং-বান্ধব কন্ডিশনেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা থামেনি। ফলাফল—লিটন দাসের নেতৃত্বাধীন দল ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ হেরে বসে আছে। তাই শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া শেষ ম্যাচটি এখন শুধুই মর্যাদা রক্ষার লড়াই।

একাদশে বড় রদবদলের সম্ভাবনা: ব্যাটারদের কাটছাঁট শুরু

সিরিজের শেষ ম্যাচে দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। টিম ম্যানেজমেন্ট এবার ব্যাটিং ব্যর্থতার দায়ে কয়েকজনকে ছেঁটে নতুন কম্বিনেশন খুঁজছে।

জাকের আলি অনিক — আগের ম্যাচে চরমভাবে ব্যর্থ হওয়ায় এই ম্যাচে তার জায়গা হারানোর সম্ভাবনা খুবই বেশি।

শামীম পাটোয়ারী — ধারাবাহিক রান খরায় ভুগছেন, তাকেও একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।

তাওহীদ হৃদয় — প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় তাকেও বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে।

এছাড়া, তাসকিন আহমেদকে ক্লান্তি বা কৌশলগত কারণে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই ক্ষেত্রে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে নতুন ভরসা

বাদ পড়া ব্যাটারদের জায়গায় যারা ফিরছেন, তারা অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের মিশ্রণে দলকে নতুন দিশা দিতে পারেন বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

নুরুল হাসান সোহান- অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার হিসেবে শামীম পাটোয়ারীর স্থলাভিষিক্ত হতে পারেন। নেতৃত্বের অভিজ্ঞতা ও ফিনিশিং স্কিলের জন্য তার প্রতি আস্থা রাখছে দল।

শেখ মেহেদী হাসান- ব্যাট ও বল দু’দিকেই অবদান রাখতে পারেন এমন অফ-স্পিনিং অলরাউন্ডার। জাকের আলির পরিবর্তে ফিরতে পারেন একাদশে।

পারভেজ হোসেন ইমন- তরুণ এই ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে তাওহীদ হৃদয়ের স্থলে, নতুন রক্ত হিসেবে তাকিয়ে আছে টিম ম্যানেজমেন্ট।

শেষ লড়াইয়ে একটাই লক্ষ্য: হোয়াইটওয়াশ এড়ানো

সিরিজে ইতিমধ্যে পিছিয়ে পড়লেও, শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে অন্তত কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে চায় লিটন দাসের দল। হোয়াইটওয়াশ এড়িয়ে নিজেদের মান রক্ষাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ):

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য একাদশ):

ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

খেলাটি যেভাবে দেখবেন:

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের (BAN vs WI) মধ্যকার এই সিরিজ-নির্ধারণী ম্যাচটি আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে। দেশের দুটি জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস (T Sports) এবং নাগরিক (Nagorik TV)-এ ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ