ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বিয়ে করার জন্যও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান শাহ

২০২৫ অক্টোবর ৩১ ০৯:০৫:০৫

বিয়ে করার জন্যও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান শাহ

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের রোমান্টিক নায়ক হিসেবে যিনি লাখো দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়েছিলেন, সেই সালমান শাহকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে। মৃত্যুর প্রায় তিন দশক পরও তার মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই। এবার নতুন করে আলোচনায় এনেছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। সামিরা দাবি করেছেন সালমান আত্মহত্যা করেছেন, এমনকি বিয়ের আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

সামিরা জানান, সালমান শাহ মানসিকভাবে ভীষণ অস্থির ছিলেন এবং জীবনের নানা সংকট তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিয়ের আগে তিনবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন একবার মায়ের সঙ্গে ঝগড়ার পর, একবার সামিরাকে বিয়েতে রাজি করানোর জন্য, এবং আরেকবার ব্যক্তিগত এক ঘটনার কারণে। তার কথায়, এসব ঘটনার রেকর্ড মেট্রোপলিটন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।

১৯৯২ সালে সালমান শাহ ও সামিরা হক বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামিরা বলেন, “ইমন ছোটবেলা থেকেই অনেক মানসিক আঘাতের মধ্যে বড় হয়েছে, যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তখন মানসিক কাউন্সেলিং বা রিহ্যাবের সুযোগ ছিল না, ফলে কেউই তার কষ্টগুলো বুঝতে পারেনি।”

এদিকে, প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর মামলার নতুন করে তদন্ত শুরু হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই আদেশ দেন নীলা চৌধুরীর আবেদনের পর। সালমানের পরিবারের অভিযোগ পিবিআইয়ের আগের তদন্ত ছিল অসম্পূর্ণ ও পক্ষপাতমূলক।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাত্র চার বছরের ক্যারিয়ারে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের পৃথিবী’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কিংবদন্তি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত