ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

মিডিয়ায় হাসিনার প্রথম সাক্ষাৎকার, জানালেন দেশের ফেরার সময়

২০২৫ অক্টোবর ২৯ ২৩:৫৪:৩২

মিডিয়ায় হাসিনার প্রথম সাক্ষাৎকার, জানালেন দেশের ফেরার সময়

রাজনীতি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষাপটে তিনি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ–কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করেছেন।

রয়টার্সকে পাঠানো একটি ই-মেইলে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনে যাওয়া হয়, তাহলে কোটি কোটি আমাদের সমর্থক ভোট বর্জন করবেন। তিনি এই ধরনের নির্বাচনকে অন্যায় এবং আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যায়িত করেন এবং বলেন, এই এমন নির্বাচনের দ্বারা গঠিত কোনো সরকারকে বৈধ ভাবা যাবে না।

তিনি আরও বলেন, মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে টেকসই গণতন্ত্র গড়া সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেছেন যে, বুদ্ধিসম্পন্ন কোনো সিদ্ধান্ত আসবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। যদিও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

ক্ষমতাচ্যুতি ও নির্বাসন

গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বে সহিংস বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। একটি জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, ওই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার বলছে, এটি জাতীয় নিরাপত্তা ও যুদ্ধাপরাধ তদন্তের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।

ক্ষমতায় থাকাকালে মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। ১৩ নভেম্বর এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন।

নয়াদিল্লিতে টাইমস স্বাধীনভাবে অবস্থান করছেন বললেও তিনি জানান যেহেতু পরিবারের পুরনো ট্র্যাজেডির কারণে সতর্ক থাকতে হয়। ১৯৭৫ সালের এক সামরিক অভ্যুত্থানে তার বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়েছিলেন। তিনি দেশে বৈধ সরকারের অধীনে, সংবিধান ও আইন-শৃঙ্খলা রক্ষিত অবস্থায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

শেখ হাসিনা আরও জানিয়েছেন, আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে চাইছে হোক সরকারহোক বিরোধীদলেই হোক। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ স্থিতিশীল গণতন্ত্রের উপরে নির্ভর করছে। একটি ব্যক্তি বা একটি পরিবার দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় না।

শেখ হাসিনা মনে করছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে দেশ নতুন একটি রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়বে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং জয় সম্ভাবনার দিকে আলোচনা রয়েছে। তবে অনেকেই আশঙ্কা করছেন, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যদি ভোট বর্জন করেন, তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে।

আরও বিস্তারিত জানতে এখানেক্লিককরুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত