ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

একদিনেই 'জেড' তালিকায় ৩ কোম্পানি

২০২৫ অক্টোবর ২৯ ১১:৫০:১১

একদিনেই 'জেড' তালিকায় ৩ কোম্পানি

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি— স্টাইলক্রাফ্ট লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (বিপিএমএল) এবং মেঘনা সিমেন্ট মিলস-কে একদিনেই তাদের পূর্ববর্তী ক্যাটাগরি থেকে সরাসরি 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই তিন কোম্পানির এমন অবনমনের প্রধান কারণ হলো, তারা টানা দুই অর্থবছর ধরে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।

বিএসইসি'র নির্দেশনা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি যদি টানা দুই বছর কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে সেই কোম্পানিকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়, যা কার্যকর হয়েছে বিএসইসি সার্কুলার (BSEC/CMRRCD/2009-193/77 dated May 20, 2024) অনুসারে। এই পরিবর্তনের ফলে স্টাইলক্রাফ্ট 'বি' ক্যাটাগরি থেকে এবং বসুন্ধরা পেপার মিলস ও মেঘনা সিমেন্ট মিলস 'এ' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে নেমে গেলো।

ক্যাটাগরি পরিবর্তনের তাৎক্ষণিক ফলস্বরূপ, এই তিন কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে মার্জিন ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি'র নির্দেশনা (BSEC Directive No. BSEC/CMRRCD/2009-193/32 dated December 26, 2021) অনুযায়ী, আজ ২৯ অক্টোবর তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

'জেড' ক্যাটাগরির শেয়ারকে শেয়ারবাজারে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে মার্জিন ঋণ সুবিধা বাতিল হওয়ার কারণে এই শেয়ারগুলোর তারল্য ও লেনদেনের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত