ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

এনসিপির জোটে যাবার সিদ্ধান্ত এখনও অনিশ্চিত: নাহিদ

২০২৫ অক্টোবর ২৮ ১৮:২০:০১

এনসিপির জোটে যাবার সিদ্ধান্ত এখনও অনিশ্চিত: নাহিদ

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নতুন জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, কেউ কেউ আবার পুরোনো জোট থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

তরুণ নেতৃত্বনির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দলটি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো জোটে যাচ্ছি না, অন্তত এখনই নয়। যদি জোটে যাই, তা হবে সম্পূর্ণ নীতিগত অবস্থান থেকে। জুলাই সনদ ও সংস্কার এজেন্ডার পক্ষে কারা আছে, সেটিই হবে আমাদের বিবেচ্য বিষয়। যারা সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ে ভারাক্রান্ত, তাদের সঙ্গে জোটে যাওয়া কঠিন সিদ্ধান্ত হবে।”

তিনি আরও বলেন, “এনসিপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। আমরা নিজেদের শক্তি ও আদর্শ নিয়েই এগোতে চাই। অন্য কারও ছায়ায় রাজনীতি করার ইচ্ছা আমাদের নেই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এবং মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত